ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে কারণে ‘সালমানের প্রস্তাব’ ফিরিয়ে দেন ইলিয়ানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ১৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:০৭, ২০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডের প্রভাবশালী  অভিনেতা সালমান খানের ভরসার হাত কারও মাথায় পড়ে যায় মুম্বাইতে তাঁর সাফল্য বাঁধা। এমন তারকার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ কি কেউ ছাড়তে পারেন?


পারেন, যদি সেই নায়িকার নাম হয় ইলিয়ানা ডি’ক্রুজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আবেদনময়ী এই নায়িকাই ফিরিয়ে দিয়েছিলেন সালমানের নায়িকার চরিত্র।


ঘটনার সূত্রপাত হয় ২০০৯ সালে। নিজের ‘ওয়ান্টেড’ সিনেমার জন্য নতুন মুখ খুঁজছিলেন বনি কাপুর। তেলুগু ছবি ‘পোকিরি’-র রিমেক ভার্সন ছিল সালমানের এই নতুন ছবি। আসল ছবির নায়িকাকে বেশ পছন্দ হয়েছিল প্রযোজকের। তাই তাঁকেই অফার করেছিলেন সালমানের নায়িকা হওয়ার সুযোগ।  


প্রথমে রাজিও হয়েছিলেন ইলিয়ানা। কিন্তু তারপর কী হল? এক পুরনো সাক্ষাৎকারে ইলিয়ানা জানিয়েছিলেন, ছবির ফটোশুট যেদিন হওয়ার কথা ছিল সেদিনই নায়িকার পরীক্ষা ছিল। সিনেমার বদলে তাই পড়াশোনাকেই বেছে নিয়েছিলেন নায়িকা।  


তবে সেদিনের জন্য বেশ আফশোস রয়েছে নায়িকার। কারণ সেদিন তিনি সত্যিই বুঝতে পারেননি কার সঙ্গে বলিউডে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন। ইলিয়ানার সে ক্ষতিতে লাভ হয়েছিল আয়েশা টাকিয়ার। আয়েশার জীবনের অন্যতম হিট ছিল ‘ওয়ান্টেড’।


অবশ্য বি-টাউনে ইলিয়ানার প্রবেশ মোটেও খারাপ হয়নি। রণবীর-প্রিয়াঙ্কার পাশাপাশি ‘বরফি’র মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনিও। আর পিছনে ফিরে তাকাতে হয়নি নায়িকাকে। ফ্লপের চাইতে হিটের সংখ্যাই বেশি এখন তাঁর। তালিকায় সাম্প্রতিকতম সংযোজন ‘বাদশাহো’। এখনও বক্স অফিসে ভালই চলছে ইলিয়ানার নতুন ছবিটি।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি