ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

যে গ্রামের ৮শ’ বাসিন্দার জন্মদিন একই তারিখে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ২৮ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৩:১১, ২৮ অক্টোবর ২০১৭

এমন ঘটনা শুনেছেন কখনও? এক গ্রামের  ৮শ’ জনেরও বেশি বাসিন্দায় জন্মদিন একদিনে। তারিখটি ১ জানুয়ারি। অবাক হলেও এমন ঘটনাই ঘটেছে। ভারতের উত্তরখণ্ডের হরিদ্বারের প্রত্যন্ত গ্রামের ঘটনা এটি

গ্রামবাসীদের দাবি, ভোটার কার্ড এবং রেশন কার্ড প্রস্তুতকারী সংস্থার ভুলের কারণেই এমনটি ঘটেছে। তারা জানান, আমাদেরকে বলা হয়েছিল প্রত্যেকের রেশন কার্ডে আলাদা আলাদা একটি ১২ ডিজিটের নম্বর দেওয়া থাকবে। কিন্তু ওই ১২ ডিজিটের নম্বরের পরিবর্তে তাদের জন্মদিনই এক করে দিয়েছে রেশন কার্ড প্রস্তুতকারী সংস্থা। তাদের আশঙ্কা, সবার জন্মতারিখ এক হওয়ায় সরকারি সেবা থেকে বঞ্চিত হতে পারেন তারা।

হরিদ্বারের জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে। ঘটনার তদন্ত করা হবে। এ ঘটনায় যাদের গাফিলতি রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জয়সলমীর জেলার পাবুপাদিয়া গ্রামেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সেখানকার আড়াইশো গ্রামবাসীর সবারই জন্মদিন ১ জানুয়ারি উল্লেখ রয়েছে।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি