ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

যে ব্লাড গ্রুপের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ১৯ জুলাই ২০২০ | আপডেট: ২১:০১, ১৯ জুলাই ২০২০

ব্লাড গ্রুপের কারণে করোনা আক্রান্ত হওয়ার ঝুকি কম এবং বেশি হয়ে থাকে। আপনি কি জানেন কোন ব্লাড গ্রুপের মানুষ করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন আর কোন ব্লাড গ্রুপের মানুষ করোনায় সবচেয়ে কম আক্রান্ত হচ্ছেন! 

জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি দাবি করেছেন, যাঁদের ব্লাড গ্রুপ এবি, তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেশি। যাঁদের শরীরে ও গ্রুপের রক্ত, তাঁদের এই মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কম।

বিশেষজ্ঞ চিকিৎসক (মেডিসিন) ডঃ শুদ্ধসত্ত্ব চট্টপাধ্যায় এ বিষয়ে জানান, এবি ব্লাড গ্রুপের মানুষদের শুধু করোনার ক্ষেত্রেই নয়, হাইপারটেনশন, ডায়াবেটিস, সিওপিডি-র মতো একাধিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেশি। একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, শ্বাসকষ্ট বা সিওপিডি-র সমস্যা অন্যান্য ব্লাড গ্রুপের মানুষের চেয়ে এবি ব্লাড গ্রুপের মানুষদের অনেক বেশি (প্রায় ১৪.৮ শতাংশ)  

এবি ব্লাড গ্রুপের মানুষরা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের সমস্যায় অন্যান্য ব্লাড গ্রুপের চেয়ে অনেক বেশি (প্রায় ৬৮.৯ শতাংশ) আক্রান্ত হন। ডায়াবেটিসের ক্ষেত্রেও অন্যান্য ব্লাড গ্রুপের চেয়ে এবি ব্লাড গ্রুপের মানুষরা অনেক বেশি আক্রান্ত হন (প্রায় ১৪.৮ শতাংশ)।

ডঃ শুদ্ধসত্ত্ব চট্টপাধ্যায় জানান, এবি ব্লাড গ্রুপ ছাড়া অন্যান্য ব্লাড গ্রুপের মানুষের করোনা আক্রান্ত ঝুঁকি নেই বা কম, এমন ভেবে নেওয়ার কোনও কারণ নেই! তাঁর মতে যথাযথ সতর্কতার অভাবে য়ে কোনও রক্তের গ্রুপের মানুষের ক্ষেত্রেই করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়।

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি