ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে রোগে মারা যেতে পারে ১ কোটি মানুষ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৩০, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গোটা বিশ্বই ‌দিনে দিনে অসহায় ভাবে হেরে যাচ্ছে যে অসুখের কাছে। যে রোগ আরো বেড়ে যাচ্ছে পরিবর্তিত খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবন, ভেজাল ও দূষণের কারণে। বিশ্ব জুড়ে সেই রোগে তৈরি হচ্ছে `মৃত্যুফাঁদ`। চিকিৎসা বিজ্ঞানিরা রোগটির সঙ্গে এঁটে উঠতে না পেরে নাম দিয়েছেন তার মরণঘাতি ক্যানসার।

রোগটির প্রকোপ ঠেকাতে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) বলেছে, ক্যানসারের কারণে গোটা বিশ্বে চলতি বছরেও মারা যেতে পারেন প্রায় এক কোটি মানুষ। পরিসংখ্যান অনুযায়ী, এদের প্রত্যেকেই এই মরণ রোগের অন্তিম পর্যায়ে রয়েছেন।

সম্প্রতি আইএআরসি’র একটি সমীক্ষায় বলা হয়, একুশ শতকে মানুষের মৃত্যুর প্রধান কারণই হয়ে দাঁড়াবে এই অসুখ। শুধু তা-ই নয়, ২০১৮-তে এই অসুখের শিকার হয়েছেন প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ।

এর আগেও ক্যানসার নিয়ে এমন পর্যালোচনা করেছিল আইএআরসি। বছর ছয়েক আগের সেই সমীক্ষায় ক্যানসার আক্রান্তের সংখ্যা ছিল ১ কোটি ৪১ লক্ষ। তাঁদের মধ্যে প্রায় ৮২ লক্ষের মৃত্যু ঘটে। প্রতি পাঁচ জনের এক জন পুরুষ ও প্রতি ছ’জনের এক জন মহিলাই বর্তমানে এই অসুখের শিকার। পরিবেশের পরিবর্তন, ধূমপান, মদ্যপান, জাঙ্ক ফুড, আধুনিক জীবনযাত্রা— সব কিছুর প্রভাবেই এই সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি