যে ৪টি অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে
প্রকাশিত : ১৯:৫৬, ৮ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:১৭, ৯ জুলাই ২০১৭
মানুষ অভ্যাসের দাস। তাই জীবনের গুরুত্বকে বিবেচনা করে ভালো অভ্যাস গড়ে তোলা উত্তম। আর এমনই কিছু অভ্যাস যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে।
নিজের শখ ধরে রাখা
কাজের চাপ এবং হতাশা ভুলে থাকতে দারুণ কার্যকর হল শখ। একেকজনের শখের বিষয় একেকটি। ভালোবাসেন এমনই একটি কাজকে শখ হিসেবে বেছে নেওয়া উচিত। ছবি আঁকা, সেলাই করা, বাগান করা, ঘর সাজানো এরকম যে কোনো কাজ হতে পারে শখের বিষয়।
সুযোগ থেকে অভিজ্ঞতা
জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানান সুযোগ পাই আমরা। সেই সুযোগগুলো থেকে সঠিক সুযোগ বেছে নিয়ে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর এতে জীবনে অভিজ্ঞতার ভাণ্ডারও পূর্ণ হবে।
জীবনের লক্ষ্য নির্ধারণ
একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে রাখা হলে সেখানে পৌঁছানোর জন্য নিজেকে তাগাদা দেওয়া যায়। আর সব কাজ করার একটি নির্দিষ্ট ধারাও থাকে।
ভুল থেকে শিক্ষা গ্রহণ
মানুষ মাত্রই ভুল করে, এটি খুবই প্রচলিত একটি কথা। কিন্তু বারবার একই ভুল করা মোটেই ভালো বিষয় নয়। বরং ভুল শুধরে নিয়ে, সেখান থেকে শিক্ষা নেওয়া এবং দ্বিতীয়বার ওই ভুল আর না করাই মূল বিষয়। সূত্র: বোল্ডস্কাই।
ডব্লিউএন