ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

যেকোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাঁধতে পারে : উত্তর কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ১৭ অক্টোবর ২০১৭

শান্তি প্রতিষ্ঠায় উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার কোনো অবকাশ নেই৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি জন জে সুলিভান৷ অন্যদিকে যেকোন সময় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধ লেগে যেতে পারে ৷ এমনই হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত কিম ইন-রিয়ং ৷

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদে স্থানীয় সময় সোমবার নিরস্ত্রীকরণ কমিটির কাছে কিম এমন আশঙ্কার কথা জানান।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র শক্তি জাপান উত্তর কোরিয়ার সঙ্গে যেকোন আলোচনার টেবিলে বসতে নারাজ৷

যুক্তরাষ্ট্রের  পক্ষ থেকে জানান হয়েছে, আলোচনার টেবিলে বসে নয়, কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী তারা এবং ওয়াশিংটন স্পষ্ট  জানিয়েছে, তাদের মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে রয়েছে তারা ৷

গুয়াম,যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকির পর উত্তর কোরিয়ার সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধ তুঙ্গে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা একের পর এক উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

উত্তর কোরিয়া নিয়ে কিছুদিন আগেই একটি কড়া বিবৃতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বলেছিলেন , উত্তর কোরিয়ার ক্ষেত্রে “একটিমাত্র জিনিসই কাজ করবে”৷

 তবে কী সেই জিনিষ তা নিয়ে মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট৷ ট্যুইটারে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট ও কর্তৃপক্ষ উত্তর কোরিয়ার সঙ্গে ২৫ বছর ধরে কথা বলছে৷ অনেক চুক্তি হয়েছে ও অনেক টাকা দেওয়া হয়েছে৷ কিন্তু কোন কাজ হয়নি৷

সূত্র:আল-জাজিরা ও রয়টার্স

এম/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি