যেখানে এক হয়ে গেল পেলে-ম্যারাডোনা
প্রকাশিত : ১৩:২৬, ২৪ মে ২০১৮
পেলে আর ম্যারাডোনা ইস্যুতে এখনো বিভক্ত ফুটবল বিশ্ব। সর্বকালের সেরা কে? এই প্রশ্নের জবাবে ফুটবল বিশ্ব আজও দুভাগে বিভক্ত। ফুটবল প্রেমীদের একটি অংশ মনে করেন, ম্যারাডোনাই সর্বকালের সেরা। অন্য দলটি তা মানতে নারাজ। তাদের দাবি, ম্যারাডোনা নয়, পেলেই সর্বকালের সেরা ফুটবলার। ফুটবল প্রেমীরা যেমন দুভাগে বিভক্ত সেখানে ঘি ঢেলেছেন পেলে-ম্যারাডোনা নিজেরাও। সুযোগ পেলেই পরস্পরকে ঘায়েল করে বসেন এই দুই সাবেক কিংবদন্তি।
১৯৭০ বিশ্বকাপ ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। এ ম্যাচের ১৮ মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেছিলেন পেলে। বিশ্বকাপে এটাই ছিল ‘কালোমানিক’-এর শেষ গোল। সেদিন ছিল ২১ জুন। দুই যুগ পর ১৯৯৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে গ্রিসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এ ম্যাচে আর্জেন্টিনার ৪-০ ব্যবধানের জয়ে গোল করেছিলেন ম্যারাডোনা। পরের ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষেও খেলেছিলেন তিনি। কিন্তু গোল পাননি। এরপর তো ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ হলেন।
আর তাই গ্রিসের বিপক্ষেই গোলটাই হয়ে যায় ম্যারাডোনার বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ গোল। সেই বছর দিনপঞ্জির পাতা উল্টে দেখতে পারেন গ্রিস-আর্জেন্টিনা ম্যাচের দিনটাও ছিল ২১ জুন। অর্থাৎ ফুটবল অন্তত একটি ব্যাপারে মিলিয়ে দিয়েছে পেলে-ম্যারাডোনাকে—বিশ্বকাপে দুজনের শেষ গোলই একই দিনে!
এমজে/