ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যেদেশে কারো বেতনই গোপন নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ২৯ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

নরওয়ে এমন একটি রাষ্ট্র যেখানে নাগরিকদের ব্যাক্তিগত গোপনীয়তা নেই বললেই চলে। এখানে সবাই সবার বেতন জানতে পারে।

দেশটিতে ২০০১ সালে ডাটা সংরক্ষণে কম্পিউটিং পদ্ধতির চালুর আগেও সবার বেতন, আয়, ব্যক্তিগত সম্পদ, প্রদানকৃত করসহ সব তথ্য বই আকারে প্রকাশ হতো।

নরওয়ের কর ব্যবস্থা এতটাই স্বচ্ছ যে, প্রধানমন্ত্রী এবং তার যাবতীয় সম্পদের হিসাব অনলাইনে প্রদর্শিত হতে থাকে। সেখানে কর্মক্ষেত্রে মজুরি সামগ্রিক চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়, মজুরি বৈষম্যও নেই।

নরওয়ের জাতীয় দৈনিক ভিজি`র সাবেক অর্থনৈতিক সম্পাদক টম স্ট্যাভি মনে করেন, এসব ক্ষেত্রে স্বচ্ছতা খুবই জরুরি। কেননা নরওয়েজিয়ানরা অতি উচ্চহারে আয় কর দিয়ে থাকে। যখন আপনি উচ্চহারে কর দিচ্ছেন তখন অন্যরাও কত দিচ্ছেন এবং এই অর্থ ব্যয়ের খাতগুলো কী- তা জানার অধিকার আপনার রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অনুযায়ী, নরওয়েজিয়ানরা গড়ে ৪০ দশমিক ২ শতাংশ কর দেয়। যেখানে ইউকে এবং ইইউ এর গড় কর যথাক্রমে ৩৩ দশমিক ৩ শতাংশ ও ৩০ দশমিক ১ শতাংশ।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি