ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

যেভাবে অবসান হলো প্রেমিককে নিয়ে দুই প্রেমিকার টানাটানি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ৪ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৫:৫১, ৪ নভেম্বর ২০২৪

এক প্রেমিককে নিয়ে দুই প্রেমিকার টানাটানির অবসান হয়েছে। একজন ছাড় দিয়ে সরে গেলে অপর প্রেমিকাকে বিয়ে করলেন প্রেমিক শাহিন।

রোববার রাতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলর কাপাশাটিয়া ইউনিয়নের কাজী আজিজুর রহমান মিনুর বাড়িতে রুনা ও শাহিনের বিয়ে হয়।

প্রেমিক শাহিন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের ইকরামুল হকের ছেলে। রুনা হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের আবুল কাশেমের মেয়ে।

প্রতিবেশী ইফাজ উদ্দীন জানান , শনিবার রাতে পাশের গ্রামে থেকে রুনা খাতুন বিয়ের দাবিতে শাহিনের বাড়িতে আসেন। রুনার আসার কথা শুনে সাদিয়া নামে আরেক প্রেমিকাও বিয়ের দাবিতে শাহিনের বাড়িতে উপস্থিত হন। শাহিনের বাড়িতে দুই মেয়ে বিয়ের দাবিতে আসায় বেশ ঝামেলা শুরু হয়। 

কাকে রেখে কার সাথে বিয়ে দিবেন এ নিয়ে দ্বিধায় পড়তে হয় এলাকাবাসির। তবে দুজনকেই বিয়ে করতে রাজি ছিলেন প্রেমিক শহীন। কিন্তু প্রেমিকা সাদিয়া তাতে রাজি ছিলেন না। সাদিয়া সেচ্ছায় বাড়িতে ফিরে যান। 

পরে রুনার পরিবারের সমর্থনে শাহিন-রুনার বিয়ের সিদ্ধান্ত হয়। রোববার রাতে পাশের উপজেলার কাজী মিনুর বাড়িতে তাদের বিয়ে হয়।

প্রেমিক শাহিন জানান, সে প্রথমে রুনাকেই বিয়ে করতে চাচ্ছিলেন। পরে সাদিয়া চলে আসায় তিনি দুজনকেই বিয়ে করতে রাজি হন। কিন্তু সাদিয়া চলে যাওয়ায় রুনাকে বিয়ে করেন।

প্রেমিকা রুনা বলেন, আমি প্রথম থেকেই শাহিনকে ভালবাসি। তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। পরে ওই মেয়ে এসে ঝামেলা করলে সমস্যা দেখা দেয়। ওই মেয়ে চলে যাওযায় তাদের দু’জনের বিয়ের আর কোন বাঁধা ছিলোনা। শাহিনকে বিয়ে করতে পেরে আমার ভালবাসা ১০০ ভাগ খাঁটি বলে মনে করছি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি