ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যেভাবে বলিউডে আর্ভিভাব দীপিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:২০, ৮ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্রথম যখন সিনেমায় পর্দায় এসেছিলেন, অনেকে মনে করেছিলেন কেবলমাত্র গ্ল্যামার গার্ল হয়েই বলিউডে থেকে যাবেন তিনি। সে ধারণা সম্পূর্ণ পালটে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। নিজেকে এতটাই সক্ষম করে তুলেছেন, বলিউডের বহুদিনের প্রথা ভেঙে নায়কদের থেকেও বেশি পারশ্রমিক পাচ্ছেন বলিউডের ‘মস্তানি’। কীভাবে শুরু হয়েছিল তাঁর এই বলিউডের সফর?

সালটা ছিল ২০০৭। নিজের নতুন ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান। এর জন্য বন্ধু মালাইকা অরোরার কাছে সাহায্য চান তিনি। মালাইকা এ কথা জানান তাঁর বন্ধু প্রখ্যাত ডিজাইনার ওয়েনডেল রডরিককে। একটি মেয়েকে বেশ পছন্দ ছিল রডরিকের। মাত্র দু’বছরেই মডেলিং জগতে বেশ ভাল নাম করেছিল মেয়েটা। বয়স বেশি না হলেও বেশ বুদ্ধিমতী । রডরিকের স্পেশ্যাল কালেকশন পরে হাঁটারও কথা ছিল ল্যাকমে ফ্যাশন উইকে। রডরিক তাঁরই নাম সুপারিশ করেন। মালাইকাকে বলেন, প্রথম যে মেয়েটি তাঁর পোশাক পরে মার্জার সরণিতে হাঁটবে, সেই মেয়েটিই ফারহার ছবির নায়িকা হওয়ার যোগ্য।

কথামতো মালাইকা ফারহাকে নিয়ে হাজির হন শোয়ের দিন। রডরিকের পোশাকে ব়্যাম্পে অবতীর্ণ হন দীপিকা। এক নজরেই ফারহার পছন্দ হয়ে যায় মেয়েটির লুক। সেই হয়ে ওঠে তাঁর ‘ওম শান্তি ওম’-এর শান্তিপ্রিয়া। শাহরুখ-ম্যাজিকে প্রথম ছবি হিট হলেও বলিউডে পরের বছরগুলিতে বেশ স্ট্রাগল করতে হয়েছিল দীপিকাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়েছেন পরিণত। আর আজ হয়ে উঠেছেন বলিউডের ‘পদ্মাবতী’। সাফল্যের এই দিনেই তাই উঠে এল শুরুর সেই অজানা কাহিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি