ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

যেভাবে বুঝবেন আপনার ফেসবুক হ্যাক হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ফেসবুক এখন প্রায় প্রত্যেকের মোবাইলে। কিন্তু রীতিমত প্রশ্নের মুখে পড়েছে ফেসবুকের নিরাপত্তা৷ কারণ শুক্রবার রাতে প্রকাশ্যে আসে এক চাঞ্চল্যকর খবর। হ্যাক হয়েছে পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য। তাই আপনিও হ্যাকের কবলে পড়ে থাকতেই পারেন।

আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি-না, তা জানার জন্য একটি অপশন আপনি অ্যাকটিভ করে রাখতে পারেন। তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক করার চেষ্টা করছে কি-না। তার জন্য কী করতে হবে?

স্টেপ ১: একাউন্ট সেটিংস-এ গিয়ে নোটিফিকেশন এনেবল করা

ফেসবুকে লগ ইন করে ডানদিকের উপরের কোনে ‘একাউন্ট’ বলে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে একটি মেনু খুলে যাবে। সেখানে ‘একাউন্ট সেটিংস’ অপশনে ক্লিক করুন। এরপর একটি পেজ খুলে যাবে সেখানে ‘নেম’, ‘পাসওয়ার্ড’, লিংকড একাউন্টস’ -এর মত অপশন থাকবে। এরপর ‘চেঞ্জ’ অপশনে ক্লিক করুন। সেখানে দুটি অপশন দেখাবে। ‘ইয়েস’ বাটনটা অ্যাকটিভ করুন।

স্টেপ ২: লগ ইন এবং রেজিস্টার

এরপর আপনাকে একবার ফেসবুক লগ আউট করে আবার লগ ইন করতে হবে। লগ ইন করলে দেখাবে ‘রেজিস্টার দিস কম্পিউটার’।

সেখানে এমন কিছু একটা নাম দিন যেটা আপনি মনে রাখতে পারবেন। এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে যে অন্য মেশিন থেকে লগ ইন করা হলে আপনি নোটিফিকেশন চান কি-না। সেখানে ‘ইয়েস’ অপশনটি অ্যাকটিভ করুন।

এরপর থেকে আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছে কি-না।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি