ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যেভাবে বড়দিন কাটাচ্ছেন রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ২৫ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এদিনটিকে ঘিরে খ্রিষ্টধর্ম অনুসারীদের থাকে নানা আয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বয়ে যায় সেই আনন্দ আয়োজনের ব্যাপ্তি। বড়দিনে ইনস্টাগ্রামে পরিবারসহ ছবি পোস্ট করেন তারকা ফুটবলারও। সেই ঢেউয়ে গাঁ ভাসিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। 

তিনিও পোস্টও করেছেন, সঙ্গে একটি ভিডিও জুড়ে দিয়েছেন। তবে তাঁর উদ্‌যাপনের ধরন একেবারেই আলাদা। খালি গায়ে বরফশীতল পানিতে নেমে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন এই কিংবদন্তি। সেটা আবার সান্তা ক্লজের দেশে গিয়ে।

রোনালদো পরিবারের সঙ্গে অবসর সময় কাটাতে গেছেন ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে। দেশটির উত্তর দিকের শেষ সীমায় অবস্থিত এই জায়গাকে বলা হয় সান্তা ক্লজের আসল বাড়ি। এখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে নামতে পারে মাইনাস ১৬ ডিগ্রিতে। মাঝেমধ্যে নাকি মাইনাস ৩০ ডিগ্রিতেও নেমে আসে। এবার বুঝুন পরিস্থিতি!

এমন ভয়ানক ঠান্ডাতেই রোনালদো পানিতে নামার চ্যালেঞ্জ নিলেন। এই সময়ে শীতের পোশাক পরে রোনালদোর সামনেই ছিলেন তাঁর ছেলে। বোঝাই যাচ্ছিল, সে এমন পাগলামি করতে রাজি নয়! পানি থেকে ওঠার পরের একটি ছবি দিয়েই রোনালদো লিখেছেন—‘শুভ বড়দিন সবাইকে’।

আরেক ছেলেকে নিয়ে এর আগে স্কিডুতে করে বরফঢাকা পথ চষে বেড়িয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামে এমন ছবি পোস্টও করেছেন। ডেইলি মেইল জানিয়েছে, রোনালদো পরিবারসহ ভ্রমণ করেছেন। তবে ঝুঁকি নিয়ে কোনো খেলায় অংশ নেননি আল নাসর তারকা। আল নাসরের সঙ্গে চুক্তি অনুযায়ী, চোটের ঝুঁকি বেশি—এমন কিছুতে রোনালদোকে অংশ নিতে নিরুৎসাহিত করা হয়েছে। সে কারণে শীতকালীন খেলাতেই মেতে ছিল রোনালদোর পরিবার।

সৌদি প্রো লিগে এখন বিরতি চলছে। রোনালদো মাঠে নামবেন আগামী ৯ জানুয়ারি, আল ওখদুদের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৩৯ বছর বয়সী রোনালদো চলতি মৌসুমে ১৯ ম্যাচে করেছেন ১৬ গোল। যদিও লিগ জেতার দৌড়ে অনেক পিছিয়ে তারা। ১৩ ম্যাচ শেষে শীর্ষ দল আল ইত্তিহাদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে আল নাসর।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি