ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যেভাবে সেমিতে খেলতে পারে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

খেলা শেষ, তবু যেন শেষ নয়। টিকে আছে আশা। সেটি বাংলাদেশ ক্রিকেট দলের সেমিফাইনালে যাওয়ার। ভারতের কাছে আজ বুধবার বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে সাকিবরা। ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। তবু যতটুকু আশা আছে, সেটি কীভাবে?

সমীকরণ-১ 
যদি আগামী ৩ নভেম্বর এবং ৬ নভেম্বর পাকিস্তান ও নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যায়, তখন প্রোটিয়াদের পয়েন্ট ৫-এ থাকবে। এবার বাংলাদেশ যদি ৬ নভেম্বর পাকিস্তানকে হারাতে পারে, তাহলে ৬ পয়েন্ট নিয়ে সেমির টিকিট পেয়ে যাবে সাকিবের দল। 

যদি প্রোটিয়ারা একটি অথবা উভয় ম্যাচে জিতে যায় তাহলে-

সমীকরণ-২
এজন্য আগামী ৬ নভেম্বর ভারত-জিম্বাবুয়ে ম্যাচে জিম্বাবুয়ের জয়ের দিকে চেয়ে থাকতে হবে। তখন ভারতের পয়েন্ট থাকবে ৬। এবার বাংলাদেশ যদি ৬ নভেম্বর পাকিস্তানকে বড় রানের ব্যবধানে হারাতে পারে, তাহলে ৬ পয়েন্ট এবং বেশি রানরেট নিয়ে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। তখন বাদ পড়বে ভারত।

তবে সমীকরণ যাই হোক, আগামী ৬ নভেম্বর বাংলাদেশকে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জিততে হবে। শুধু জয় নয় রানরেটের কথাও সাকিবদের মাথায় রেখে বড় রানে জয় পেতে হবে। তবে দক্ষিণ আফ্রিকা যে কোনো ম্যাচে এবং ভারত জিম্বাবুয়ের বিপক্ষে জিতে গেলে কোনো সমীকরণ ছাড়াই সেমিতে যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। 

বর্তমানে ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে ভারত (রানরেট +০.৭৪৬), ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা (রানরেট +২.৭৭২) এবং ৪ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে বাংলাদেশ (রানরেট -১.২৮২)।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি