ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

যেসব ব্যথানাশক ওষুধ লিভারের ক্ষতি করে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ৩ নভেম্বর ২০১৮

ব্যথানাশক ওষুধের মধ্যে ‘অ্যান্টামিনোফেন’ অন্যতম। এটি লিভার রোগ বা লিভারের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে।

সম্প্রতি সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরীক্ষার মাধ্যমে এই তথ্য তুলে ধরেন। এই ব্যথা নাশক ওষুধটি কিভাবে লিভারে প্রোটিনের ওপর প্রভাব ফেলে তাও পরীক্ষা করেন।  

সাধারণত লিভারে অ্যাসিটামিনোফেনটি একটি নতুন যৌগিক রূপে রূপান্তরিত হয়। এটি অ্যামিনো অ্যাসিডের সঙ্গে প্রোটিনকে যুক্ত করে যা সিসটিয়েইন নামে পরিচিত। এর ফলে লিভারে বিষক্রিয়া সৃষ্টি হয়।  

এছাড়াও এ যৌগটি কোষের শক্তি সরবরাহকারী মিতোকোন্ড্রিয়ার কার্যকলাপকে ক্ষতিগ্রস্ত করে। তবে এটি মাইটোকন্ডিয়ার এনজাইমগুলোতে সরাসরি প্রভাবিত করে না।

সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি নতুন উপায় আবিষ্কার করেছেন যে, কিভাবে লিভারে ব্যথা নাশক ওষধ প্রোটিনের ওপর প্রভাবিত করে।

তারা অ্যাসিটামিনোফেনের লিভারে বিষাক্ত প্রতিক্রিয়ায় সিটিয়েইন নিয়ে পরীক্ষা করে এবং গ্লুটথিয়নিলিত প্রোটিনগুলিকে আলাদা করে। পরে সনাক্ত করার জন্য একটি নতুন প্রোটোমিক পদ্ধতি আবিষ্কা করে। এ্যাসিটামিনফেন দিয়ে চিকিৎসা করা কোষগুলিতে এটি প্রয়োগ করে।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি