ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

যোগ ব‌্যায়াম ও মে‌ডি‌টেশ‌নের প্রসারের লক্ষ্যে রাজশাহী‌তে বি‌শেষ সেশ‌ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ১১ জুলাই ২০২৩ | আপডেট: ১৬:২২, ১১ জুলাই ২০২৩

রাজশাহী‌তে সহকারী ভারতীয় হাই-ক‌মিশন, রাজশাহীর আয়োজ‌নে আজ (১১ জুলাই) পদ্মাপাড়ে ২ ঘণ্টা ৩০ মিনিট ব‌্যাপী যোগব্যায়াম: ট্রু সেলফ থেরাপি (Yoga: True Self Therapy) শীর্ষক বি‌শেষ সেশন অনু‌ষ্ঠিত হয়েছে।

যোগ ব‌্যায়াম ও মে‌ডি‌টেশ‌নের প্রসারের লক্ষ্যে আয়ো‌জিত এই বি‌শেষ সেশ‌নের সা‌র্বিক সহ‌যোগিতা ক‌রে কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহী সেন্টার। 

যোগ ব‌্যায়া‌মের বি‌ভিন্ন আসন, প্রাণায়াম, মুদ্রা ও মে‌ডি‌টেশ‌নে সাজা‌নো এই সেশ‌নে অংশ নেন রাজশাহীর স্বাস্থ‌্য স‌চেতন ৭০ জন ব‌্যক্তিবর্গ। 

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি ছিলেন সহকারী ভারতীয় হাই-ক‌মিশনার ম‌নোজ কুমার। রাজশাহী যোগ ব‌্যায়াম ও মে‌ডি‌টেশন নি‌য়ে কোয়ান্টাম ফাউন্ডেশ‌নের ভূ‌মিকার ভূয়সী প্রশংসা ক‌রেন এবং ভ‌বিষ‌্যতে এ ধর‌নের সেশনে কোয়ান্টাম ফাউন্ডেশ‌নের সা‌থে আরও সক্রিয়ভা‌বে সংযুক্ত থাকবার আশাবাদ ব‌্যক্ত ক‌রেন। 

সেশনে প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসে‌বে দা‌য়িত্ব পালন ক‌রেন কোয়ান্টাম ফাউন্ডেশন এর চিফ ইয়োগা ইনস্ট্রাক্টর আহ‌মেদ শরীফ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি