ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যোগীকে হত্যার হুমকি, ভারতে মুসলিম নারী গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ৩ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে এক মুসলিম নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ বছরের ওই নারীর নাম ফতেমা খান। রোববার (৩ নভেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

গতকাল শনিবার মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে একটি অচেনা নম্বর থেকে হুমকিবার্তা আসে। যেখানে বলা হয়েছিল, যোগী ১০ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ না ছাড়লে তার পরিণতিও বাবা সিদ্দিকির মতো হবে। 

ওই হুমকিবার্তার পরই মুম্বাই পুলিশ ও উল্লাসনগর থানার পুলিশ যৌথ অভিযান শুরু করে। হোয়াটসঅ্যাপের সূত্র ধরে শুরু হয় তল্লাশি। তাতে গ্রেপ্তার হন ওই মুসলিম নারী।

পুলিশ জানায়, থানে জেলার উল্লাসনগরের বাসিন্দা ওই নারী পরিবারের সঙ্গেই থাকেন। তার বাবা ব্যবসায়ী। তিনি কাঠের ব্যবসা করেন।

ফতেমাও উচ্চশিক্ষিত। তথ্যপ্রযুক্তিতে স্নাতক (বিএসসি) পাস করেছেন। তাকে গ্রেপ্তারের পর এরই মধ্যে জেরা শুরু করেছেন তদন্তকারী আধিকারীরা।

কী কারণে তিনি হুমকিবার্তা দিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। ফতেমাকে প্রাথমিক জেরার পর পুলিশের অনুমান, তার মানসিক কিছু সমস্যা থাকতে পারে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আটক নারী যথেষ্ট শিক্ষিত। কিন্তু তার মানসিক অস্থিরতা রয়েছে।

সম্প্রতি মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী এনসিপি নেতা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় লরেন্স বিশ্নোইয়ের দুষ্কৃতিকারী দল জড়িত থাকার কথা উঠে এসেছে। লরেন্সের দলের কোনো যোগ সত্যিই ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর মধ্যে যোগীকে খুনের হুমকিবার্তা আসে পুলিশের কাছে। সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। ভোটের প্রচারে মহারাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা রয়েছে যোগীর। তার আগে সিদ্দিকির পরিণতির কথা উল্লেখ করে এই হুমকিবার্তা আসায় নড়েচড়ে বসেছিল মুম্বাই পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত নারীকে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি