ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যৌন নিপীড়নের অভিযোগে জবি ছাত্রকে বহিষ্কার

জবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১, ১২ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. আশিকুল ইসলাম।

বহিষ্কারাদেশে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৬২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আশিকুল ইসলামকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রতীয়মান হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে একাধিক ছাত্রী যৌন নিপীড়ন ও নির্যাতনের অভিযোগ করেছেন। অভিযোগ অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হয়েছে। 

তদন্ত প্রতিবেদন জমা এবং পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আশিকুলের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানান প্রক্টর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি