যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন ট্রাম্প
প্রকাশিত : ০৮:৩৪, ১০ মে ২০২৩
ম্যাগাজিন লেখক জিন ক্যারলকে যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ৫০ লাখ ডলার জরিমানা করেছে ম্যানহাটন ফেডারেল আদালত।
বিচারকদের দলে ৬ জন পুরুষ ও ৩ জন নারী ছিলেন। তারা সবাই এই রায়ে একমত হয়েছেন।
বিচারকগণ জানান, ডোনাল্ড ট্রাম্প ১৯৯৬ সালের বসন্তে একটি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমে জিন ক্যারলকে যৌন নিপীড়ন করেন।
ফেডারেল আদালতের ৯ সদস্যের বিচারকদের বোর্ড এই মামলায় ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ৫০ লাখ ডলার জরিমানা করেছেন। বিচারকরা জরিমানার এই টাকা ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলেছেন।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প এই রায়কে সম্পূর্ণ অসম্মান বলে অভিহিত করেছেন।
তবে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেন, এ রায়ের বিরুদ্ধে ট্রাম্প আপিল করবেন। অবশ্য আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ক্ষতিপূরণের অর্থ দিতে হবে না।
এএইচ
আরও পড়ুন