যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার অক্সফোর্ডের অধ্যাপক
প্রকাশিত : ১২:০০, ১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:০২, ১ ফেব্রুয়ারি ২০১৮
যৌন নির্যাতনের অভিযোগ যখন হলিউড পাড়া থেকে ব্রিটিশ-অসি সংসদে আঁছড়ে পড়েছিল তখন কে ভেবেছিল ট্যাবু এ বিষয়টি সারা দুনিয়ায় এত দ্রুত ছড়িয়ে পড়বে? শুধু যে হলিউড আর সংসদে এটা হয় তা না, বরং যৌন নির্যাতনের গণ্ডি আরও ব্যপক। ইতোমধ্যে খেলা থেকে শুরু করে চিকিৎসা সেবা পর্যন্ত পৌঁছে গেছে যৌন নির্যাতনের ভয়াল এ আঁছড়।
এরই ধারাবাহিকতায় এবার গ্রেফতার হলেন বিশ্বের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক রামাদান। ধর্ষণের অভিযোগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক রামাদানকে গ্রেফতার করে ফ্রান্স পুলিশ। স্থানীয় সময় বুধবার লেখিকা হিন্দা আয়ারী ও অপর এক নারীর অভিযোগের ভিত্তিতে প্যারিস থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে, ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। কয়েক মাস আগে ফ্রান্সের ওই নারীদ্বয় রামাদানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন। তবে ৫৫ বছর বয়সী রামাদান এ অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগকারী এক নারী হিন্দা আয়ারির বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন তারিক।
সূত্র: দ্য সান
এমজে/
আরও পড়ুন