ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

যৌন হয়রানির অভিযোগে মার্কিন কংগ্রেসম্যানের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ২৭ নভেম্বর ২০১৭

সম্প্রতি মার্কিন মিডিয়া, হলিউড তারকা এবং রাজনৈতিক ব্যক্তিদের ঘিরে যৌন হয়রানির অভিযোগ বেড়েই চলছে। এর মাঝে এবার যোগ হয়েছে মার্কিন কংগ্রেসম্যান কনইয়ার্সের নাম।

যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কর্মী জন কনইয়ার্স এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তিনি কংগ্রেসে নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

কনইয়ার্সের বিরুদ্ধে তার নারী সহকর্মীদের উপর যৌন হয়রানিমূলক আচরণ এবং তাদের শরীরে অপ্রত্যাশিতভাবে অনুচিত স্পর্শ করার অভিযোগ রয়েছে। ২০১৫ সালে কনইয়ার্সের যৌন ইঙ্গিতপূর্ণ আচরণকে প্রত্যাখ্যান করেছিলো এক কর্মী। ফলে ওই নারীর চাকরি চলে যায়। এই খবর গোপন রাখার জন্য তিনি ২৭ হাজার মার্কিন ডলারও দিয়েছিলেন।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ৮৮ বছর বয়সী কনইয়ার্স। তিনি বলেছেন, এই অভিযোগ থেকে মুক্তি পেতেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এসব ডকুমেন্টকে পক্ষপাতমূলক এবং টাকা-পয়সার বিনিময়ে করা ব্লগারদের কাজ বলেও দাবি করেছেন তিনি। বর্ষীয়ান এই কংগ্রেসম্যান বলেছেন, তিনি নিদোর্ষ প্রমাণিত হবেন এমনটাই আশা করেন।

এসব যৌন হয়রানির অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের `দি হাউস এথিকস কমিটি` তদন্ত কমিটি গঠন করেছে। দি হাউজ এথিকস কমিটি জানিয়েছে, মি. কনইয়ার্সের কর্মীদের আনা এসব অভিযোগ খতিয়ে দেখা হবে।

 

সূত্র: বিবিসি

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি