ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যৌন হেনস্থার অভিযোগ আনলেন অমলা পাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

হলিউডের যৌন হেনস্থার কাহিনী যখন প্রকাশ্যে আসতে শুরু করেছে ঠিক তখন সাহস করে এমনই এক অভিযোগ আনলেন ভারতীয় অভিনেত্রী অমলা পাল। তিনি দক্ষিণী সিনেমার অভিনেত্রী। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটকও করা হয়েছে।

চেন্নাইয়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনেন ওই অভিনেত্রী। একটি অনুষ্ঠান উপলক্ষে মহড়া চলার সময় ওই অভিনেত্রী নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ এনেছেন। সুপরিচিত এক কোরিওগ্রাফারের নাচের স্টুডিওতে এই ঘটনা ঘটে। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ী অভিনেত্রীকে অনৈতিক প্রস্তাব দেন। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে। যৌন নিগ্রহ ও সম্ভ্রমহানির অভিযোগে একটি মামলাও দায়ের হয়েছে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি