ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

যৌন হয়রানির অভিযোগে মাইকেল জ্যাকসনের গান নিষিদ্ধ

প্রকাশিত : ১৪:৪০, ১০ মার্চ ২০১৯

প্রয়াত সঙ্গীততারকা মাইকেল জ্যাকসন। খ্যাতির পাশাপাশি ভক্ত ও সমালোচকদের কাছে তাকে নিয়ে রয়েছে বিতর্ক। মৃত্যুর আগে জ্যাকসনের নামে যৌন হয়রানির অভিযোগ উঠলেও এবার নতুন করে আবারও উঠেছে সেই অভিযোগ। আর এ জন্য তিন দেশের কিছু রেডিও স্টেশনে মাইকেল জ্যাকসনের গান নিষিদ্ধ করা হয়েছে।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের কয়েকটি রেডিও স্টেশনে তার গান পরিবেশন বন্ধ করা হয়েছে। জ্যাকসনের বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ ওঠার পর দাবির মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিছুদিন আগে ‘লিভিং নেভারল্যান্ড’ নামে একটি তথ্যচিত্রে ওয়েড রবসন ও জেমস সেফচাক দাবি করেন, শৈশবে মাইকেল জ্যাকসন তাদের অনেকবার যৌন হয়রানি করেছেন।

এদিকে, তথ্যচিত্রটি এখনও অস্ট্রেলিয়ায় সম্প্রচারিত হয়নি। রেডিও নেটওয়ার্ক এআরএন বলছে, স্বতন্ত্র শিল্পীদের এমন সম্পর্ক শ্রোতাদের মনোভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাই এ সিদ্ধান্ত।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি