ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যৌন হয়রানির কথা ফাঁস করলেন রিজ উইদারস্পুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:৪৬, ২০ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

যৌন হয়রানি নিয়ে একে একে মুখ খুলছেন হলিউড অভিনেত্রীরা। এখন আর কোনো ভয় দমিয়ে রাখতে পারছে না তাদের। অভিনেত্রীদের সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব হয়রানির অভিজ্ঞতা নিজেরাই ফাঁস করছেন। আর সেই তালিকায় যোগ হলেন অভিনেত্রী রিজ উইদারস্পুন।

গত সোমবার রাতে মার্কিন সাময়িকী এল-এর আয়োজনে ‘ওম্যান ইন হলিউড’ অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা জানান উইদারস্পুন।

তিনি বলেন, যখন তার বয়স ১৬, তখন এক পরিচালক তাকে যৌন হয়রানি করেন। কিন্তু সে সময় তাকে বোঝানো হয়েছিল, হলিউডে কাজ পাওয়ার জন্য এমনটা হওয়াই স্বাভাবিক। তাই ওই হয়রানি রিজকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিলেও কখনো মুখ খোলেননি তিনি।

তিনি বলেন, অনেক রাত আমি ঘুমাতে পারিনি। চিন্তা করতে কষ্ট হতো। কথা বলতে কষ্ট হতো। মানুষকে বুঝতে কষ্ট হতো আমার। জীবনের সবচেয়ে বিষন্ন ভরা সময় ছিল তখন। কিন্তু বেকার হয়ে যাওয়ার ভয়ে সেই কষ্টের কথা প্রকাশ করতে পারতাম না। তবে গত এক সপ্তাহ থেকে অনুভব করছি, আমি একা নই।

সূত্র : সিএনএন।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি