ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

যৌনতা নিয়ে ভারতে আরও সচেতনতা দরকার : করণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১৩ সেপ্টেম্বর ২০১৮

ভারতের সর্বোচ্চ আদালত গত ৬ সেপ্টেম্বর সমকামিতার বৈধতা নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালত থেকে জানানো হয়েছে, সমকামিতা অপরাধ নয়। একইসঙ্গে বাতিল করা হয় ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা। ব্রিটিশ আমলের আইন অনুযায়ী অস্বাভাবিক যৌনতা অপরাধ, সেই আদেশই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট।

এই রায়ে উচ্ছ্বসিত হয়ে নিজেদের মন্তব্য প্রকাশ করেন বলিউড তারকারা। বিশেষ করে করণ জোহর এতে বেশ আনন্দিত।

অনেকেই জানেন, করণ জোহর সমকামিতা নিয়ে একাধিকবার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। যৌনতা নিয়ে বরাবরই স্পষ্ট মুখ খুলেছেন তিনি। নিজের আত্মজীবনী ‘আনসুইটেবল বয়’ বইয়ে নিজেই স্পষ্ট জানিয়েছেন তার সমকামী হওয়ার কথা। তবে এবার নিজের কথা নয়, যৌনতা নিয়ে ভারতীয় ভাবনাকেই অজ্ঞ বললেন করণ।

করণ জানিয়েছেন, যতই ৩৭৭ ধারা বাতিল হোক না কেন, ভারতে কোনো কিছু বদলাবে না। আসলে ভারতে যৌনতা নিয়ে কোনো আলোচনাই হয় না। ভারতের মানুষ যৌনতা নিয়ে আসলে কিছু জানে না। যৌনতা নিয়ে আরও সচেতনতা দরকার ভারতে।

সূত্র : মিস মালিনী

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি