ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রংপুর সিটির চিকলী বিল ও বিনোদন পার্ক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ১৮ জুলাই ২০১৮

কয়েক বছরের মধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে রংপুর সিটির চিকলী বিল ও বিনোদন পার্ক। বিল পাড়ে মনোরম পরিবেশে দু’দণ্ড বসার ব্যবস্থা রয়েছে। তবে চিত্তবিনোদনের জন্য স্থাপিত মিনি রেলগাড়ি ও বিভিন্ন রাইড বিকল হওয়ায় দশনার্থীর সংখ্যা কিছুটা কমেছে। রাইডগুলো দ্রুত সচল করার দাবি নগরবাসীর।

রংপুরের হনুমান তলা এলাকার শত বছরের প্রাচীন চিকলী বিল। শীতকালে অতিথি পাখির আগমনে মুখরিত থাকে এই জলাধার। বিলের চারপাশ সংরক্ষণ করে পুরো এলাকাটি বিনোদন পার্ক হিসেবে গড়ে তোলে সিটি কর্পোরেশন।

বিলে ঘোরার জন্য আছে স্পীড বোট। গত কয়েক বছরে ভ্রমণপিপাসুদের আকর্ষণ কেড়েছে জায়গাটি। দুরদুরান্ত থেকে দল বেঁধে বনভোজন করতে আসেন অনেকেই।

চিকলী বিলে শিশুদের চিত্ত বিনোদনের জন্য ট্রেন, চরকীসহ বিভিন্ন ধরনের রাইডও স্থাপন করে নগর কর্তৃপক্ষ। তবে সেগুলোর বেশিরভাগই বিকল হওয়ায় হতাশ দর্শনার্থীরা।

রাইডগুলো ফের সচল করা হলে আরো অনেক মানুষ বেড়াতে আসবে বলে মনে করছেন নগরবাসী।

সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানালেন, চিকলী বিল ও বিনোদন পার্ক স্থায়ীভাবে ইজারা দিয়ে আধুনিক পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে।

যথাযথ পর্যটন ব্যবস্থাপনায় চিকলি বিলকে অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি রংপুরবাসীর।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি