ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

রংপুরে গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও দেবরের মুত্যুদন্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৯:১৪, ১৮ মে ২০১৭

রংপুরে গৃহবধূ কল্পনা রানী হত্যা মামলায় স্বামী নৃপেন চন্দ্র ও দেবর লক্ষন চন্দ্রকে মুত্যুদন্ড দিয়েছে আদালত।
দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন। জানা যায়, ২০০২ সালে তারাগজ্ঞ উপজেলার কাজীপাড়া গ্রামের কল্পনা রানীর সাথে একই গ্রামের নৃপেন চন্দ্রের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও শশুরবাড়ির লোকজন অত্যাচার করতো কল্পনার ওপর। সবশেষ ২০০৩ সালের ১৮ ফেব্র“য়ারী স্বামী নৃপেন ও দেবর লক্ষন চন্দ্র কল্পনাকে তার বাবার বাড়িতে গিয়ে যৌতুকের টাকা আনতে বললে, কল্পনা প্রতিবাদ জানায়। এসময় তাকে পিটিয়ে হত্যা করা হয়। মামলায় ৭ জনের সাক্ষ্য শেষে স্বামী ও দেবরের মৃত্যুদন্ড দেন আদালত।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি