ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রংপুরে ধারণ ক্ষমতার চেয়ে বেশি সার মজুদ

প্রকাশিত : ১৫:৩২, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩২, ২০ সেপ্টেম্বর ২০১৬

রংপুরে বাফার গুদামে ধারণ ক্ষমতার চেয়ে বেশি সার মজুদ রয়েছে। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় নষ্ট হচ্ছে হাজার হাজার টন ইউরিয়া সারের গুণগত মান। এই সার ব্যবহার করলে ফলন বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। রংপুর নগরীর লালবাগ এলাকায় বাফার গুদামে দিনের পর দিন এভাবেই খোলা আকাশের নিচে পড়ে আছে হাজার হাজার বস্তা ইউরিয়া সার। ৫ হাজার টন ধারণক্ষমতা থাকলেও গুদামে মজুদ আছে প্রায় ১৫ হাজার টন সার। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বেশিরভাগ সারের গুণগত মান কমে যাচ্ছে। এ’ কারণে সার কিনতে এসেও ফিরে যাচ্ছেন ডিলাররা। কৃষকরা বলছেন, খোলা আকাশের নিচে পড়ে থাকায় সারের বস্তা জমাট বেঁধে নষ্ট হয়ে গেছে। জমিতে এই সার দিলে সুফল পাওয়া যাবে না। এ’বিষয়ে কথা বলতে গেলে সরাসরি উত্তর দিতে রাজি হননি গুদাম কর্মকর্তা। শষ্য ভান্ডার হিসেবে পরিচিত রংপুরে ব্যবহার অনুপোযোগী এই সারের পরিবর্তে ভালো সার দেয়ার দাবি জানিয়েছেন কৃষক ও ডিলাররা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি