রংপুরে বোরো ক্ষেতে অজ্ঞাত রোগের সংক্রামন
প্রকাশিত : ০৯:২৮, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:২৮, ২৫ এপ্রিল ২০১৬
শষ্য ভান্ডার খ্যাত রংপুরে বোরো ক্ষেতে অজ্ঞাত রোগের সংক্রামন দেখা দিয়েছে। মরে যাচ্ছে শীষ ও পাতা। কৃষকরা বাধ্য হয়ে ধান গাছ কেটে ফেলে দিচ্ছেন। চড়া সুদে ঋণ নিয়ে বোরা আবাদ করে ফলন না পাওয়ায় দিশেহারা কৃষক।
অনুকূল আবহাওয়া, সময়মত সেচ, সার ও কীটনাশক দিতে পারায় এবারেও বোরোর বাম্পার ফললের আশা করছিলো কৃষক। কিন্তু সে স্বপ্ন ভেঙ্গে গেছে শীষ গজানোর আগেই অজ্ঞাত রোগ দেখা দেয়ায়।
রংপুর সদরের হায়াত খা, ফাজিল খা, ভেদু , জয়রাম , কাটাবাড়িসহ বিভিন্ন গ্রামে ধান গাছ আগা পচে মরে যাচ্ছে। ঝরে পড়ে যাচ্ছে শীষ। বিভিন্ন ধরণের কীটনাশক প্রয়োগ করেও কাজ হচ্ছেনা। ঋণ করে বোরো আবাদের পর ফসলের এমন বির্পযয়ে মাথায় হাত চাষীর ।
এটি ব্লাস্ট ছত্রাকের সংক্রামন। এতে আতংকিত হবার কিছু নেই উল্লেখ করে কৃষি কর্মকর্তা জানন, ফসল রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।
ব্লাষ্ট রোগ যাতে আর ছড়িয়ে পড়তে না পারে সেজন্য দ্রুত ব্যবস্থা নেবার দাবি কৃষকদের।
আরও পড়ুন