ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

রংপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুইটের নেতৃত্বে ক্যাপ-পাখা-পানি বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ৬ মে ২০২৪ | আপডেট: ০৯:০৮, ৬ মে ২০২৪

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাহুল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইফুল ইসলাম সুইটের নেতৃত্বে তীব্র তাপদাহে পরিশ্রান্ত ও তৃষ্ণার্ত জনসাধারণের মাঝে ফ্রী শরবত, ক্যাপ ও পাখা বিতরণ করা হয়েছে।

রোববার সকালে নগরীর বঙ্গবন্ধু মুড়্যালের সামনে ৩ শত ক্যাপ, ১ শত হাত পাখা ও প্রায় ৫শ’ জনকে শরবত খাওয়ান।

সার্বিক সহোযোগিতায় ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহাজাহান হাওলাদার ম্যাক্স।

এসময় রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহারুখ করিম অনিক, সোহাগ আহমেদ, মশিউর রহমান, আশিক, শোভন, প্রকাশ, ইয়ামিন, রোকোনুজ্জামান, সুজন মিয়া, বুলবুল আহমেদ ও শুভ রায় উপস্থিত ছিলেন। 

সাইফুল ইসলাম সুইট বলেন, যেকোনো দুর্যোগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতারা সাধারণ জনগণের পাশে থাকেন, এবারও তীব্র গরমে তার ব্যতিক্রম ঘটেনি। শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন, হাতপাখা বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ।

তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক লীগ সবসময় সাধারণ মানুষের কষ্ট লাঘবে কাজ করে। দেশে চলমান তীব্র তাপদাহে সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক দুর্ভোগ পোহাচ্ছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা ও চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি