রকেট ইঞ্জিনের সফল পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার
প্রকাশিত : ১৫:১০, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১০, ২০ সেপ্টেম্বর ২০১৬
স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রকেট ইঞ্জিনের সফল পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া।
পরীক্ষার পর যত দ্রুত সম্ভব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিতে দেশটির শীর্ষ নেতা কিম জং-উন বিজ্ঞানী ও প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, কিম জং উন নিজেই সোহায়ে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে পরীক্ষা তদারকি করেন। খবরে বলা হয়, রকেট ইঞ্জিন পরীক্ষার ফলে বিভিন্ন ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের সামর্থ্য অর্জন করবে উত্তর কোরিয়া। যার মধ্যে থাকবে পৃথিবী পর্যবেক্ষণের মতো আন্তর্জাতিক মানের স্যাটেলাইট।
আরও পড়ুন