ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রঙ-তুলির নকশা দেখতে মানিক মিয়া এভিনিউ রূপ নেয় জনসমুদ্রে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ১৪ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৬:২৩, ২৯ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

এ যেন এক অন্যরকম আনন্দের আবহ। এবারও চৈত্র সংক্রান্তির রাতে, নববর্ষের প্রথম প্রহরে বেসরকারি টেলিফোন অপারেটর বাংলালিংক আয়োজন করে আলপনায় বাংলাদেশ। রঙ-তুলির নকশা দেখতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ রূপ নেয় জনসমুদ্রে।
আলপনা বা চিত্রকলাকে বলা যায় বস্তু আশ্রিত মানস ফসল। বাঙালির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে শুদ্ধ সংস্কৃতির এই প্রবহমানতা হাজার বছরের।
বেশ ক’বছর ধরেই বাংলা নববর্ষ এমনি সৃজনশীল পার্বনের মধ্য দিয়ে উদ্ভাসিত হয় লাখো বাঙালির প্রত্যয়দীপ্ত চেতনায়। কেউ আঁকেন, কেউবা আঁকতে সাহায্য করেন আর বাকিরা রঙ-তুলির আঁচড় দেখে বর্ষবরণে সানন্দে ভাসেন। সবমিলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পুরোটা রূপ নেয় বৈশাখী শোভাযাত্রায়।
কখনও গান, কখনও দেশ গড়ার দৃপ্ত শপথ। এতো সব আনুষ্ঠানিকতা ছাপিয়ে বাঙালির চিরায়ত সংস্কৃতিই প্রধান হয়ে ওঠে মানবিক এ আয়োজনে। অগ্নি¯œানে ধরা যেমন শূচি হবে তেমনি বৈশাখের তাপদাহে সব অনাচারও যাতে পুড়ে হয় খাক তেমন চাওয়াও ছিল আলপনা অনুষ্ঠানে।
প্রত্যেক উপস্থিতির কণ্ঠেই ছিল শান্তি-সম্প্রীতির দেশ গড়ার মধ্য দিয়ে বাংলা আর বাঙালির জয়গান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি