একুশে টেলিভিশনের রজতজয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশিত : ১২:৩৫, ১৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৫২, ১৪ এপ্রিল ২০২৫

বেসরকারি খাতে দেশের প্রথম টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন পা রাখলো ২৬ বছরে। রজতজয়ন্তী উপলক্ষে একুশে টিভির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সোমবার সকাল সাড়ে ১১টায় র্যালির উদ্বোধন করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। এর আগে পতাকা উত্তোলন করেন তিনি।
বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং একুশে টেলিভিশনের পতকা উত্তোলন করেন ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম।
পরে একুশে টেলিভিশনের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয় এবং বাংলামোটর ঘুরে আবার একুশের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালির শুরুতে একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম বলেন, সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকের একুশে টেলিভিশনের রজতজয়ন্তির অনুষ্ঠানের যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।
এতে সাংস্কৃতিককর্মী, টেলিভিশনের সাংবাদিক ও কলাকুশলী এবং একুশে টিভির সমর্থকগোষ্ঠী অংশগ্রহণ করেন।
২০০০ সালের ১৪ এপ্রিল, বাংলার চিরায়ত উৎসবের দিন নববর্ষে যাত্রা শুরু করে একুশে টেলিভিশন।
এএইচ