ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রড দিয়ে পিটিয়ে একাই ৬ জনকে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:০২, ২ জানুয়ারি ২০১৮

ভারকের চন্ডীঘরে এক ব্যক্তি একাই লোহার রড দিয়ে পিটিয়ে ছয় জনকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ওই ব্যক্তি পরপর ছয়জনকে হত্যা করে। তবে ওই ব্যক্তি মানুষিক ভারসাম্যহীন বলে পুলিশ দাবি করেছে। ঘটনার পরপরই তাকে হরিয়ানা প্রদেশের পালওয়াল শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম নরেশ। নরেশ একসময় পুলিশে কাজ করতো বলে জানা গেছে। তবে কি কারণে নরেশ এ ধরণের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

জানা যায়, ঘটনাটি ঘটেছে স্থানীয় একটি পুলিশ ফাঁড়ির মাত্র ১০০ মিটার এলাকার মধ্যে। সিসিটিভি ফুটেজে দেখা যায় রড হাতে ওই ব্যক্তি পরপর ছয়জনকে পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন নিরপরাধ ব্যক্তি। এদিকে তাকে থামাতে গেলে, পুলিশের উপরও চড়াও হয় নরেশ। এসময় বেশ কয়েকজন পুলিশও আহত হয়েছে। তবে শেষ পর্যন্ত তাকে গ্রেফতারে সমর্থ হয় পুলিশ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি