ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রণবীর-দীপিকার গোপন তারিখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে বিয়ে করতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন রণবীর সিং৷ সবকিছুই নাকি ঠিকঠাক হয়ে আছে। চলতি বছরের শেষ দিকেই নাকি সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই জুটি৷ শুধু তারিখ নয়, ঠিক হয়ে গেছে বিবাহ বাসরের জায়গাটিও৷ বিদেশের কোনও এক সমুদ্র সৈকতেই নাকি বিয়ে করবেন দীপিকা-রণবীর। বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনকে সঙ্গে নিয়ে ঘটা করেই বিয়েটা সারবেন তাঁরা৷ এরপর নাকি মুম্বাই বেঙ্গালুরুতে রিশেপশন দেবেন দীপিকা রণবীর।

অপরদিকে ‘পদ্মাবত’ সিনেমায় আলাউদ্দিন খিলজির রূপে প্রশংসা কুড়িয়েছেন রণবীর সিংহ। সিনেমার হ্যাংওভারে রয়েছেন অভিনেতা। এর মধ্যেই বিশেষ একটি দিন মনে রাখার অনুরোধ করেছেন রণবীর। অনেকেই হয়তো ভাবছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের চার হাত এক হওয়ার দিন বুঝি এটি! বিষয়টা একেবারেই তেমনটা নয়। দর্শকদের কাছে আগামী বছরের ৩০ অগস্ট দিনটি মনে রাখার অনুরোধ করেছেন তিনি। ২০১৯ সালের ৩০ অগস্ট মুক্তি পেতে যাচ্ছে কপিল দেবের বায়োপিক ‘৮৩’। কপিলের বায়োপিকে ৮৩’র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংহকে। সিনেমার নির্মাতারা এবং রণবীর নিজে সোশ্যাল মিডিয়ায় সিনেমার মুক্তির এই তারিখ প্রকাশ করেছেন।

সূত্র : ডেক্কানচরনিকেল

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি