ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রণবীরের স্বপ্নের চরিত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ২৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১২:১৩, ২৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিং। সঞ্জয় লীলা বানশালীর ‘পদ্মাবত’ সিনেমাতে অভিনয় করে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। এ সিনেমাতে আলাউদ্দিন খলজির চরিত্রটি ফুটিয়ে তুলছেন নিপুণভাবে। আর এই চরিত্রটি রপ্ত করতে গত দেড় বছর ধরে কঠর সাধনা করেছেন তিনি।

তবে এতো পরিশ্রম করে যে চরিত্র পর্দায় তুলে ধরেছেন তা তার স্বপ্নের চরিত্র নয়। এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন রণবীর। যেখানে তিনি জানিয়েছেন নিজের স্বপ্নের চরিত্রের কথা।

রণবীর জানিয়েছেন, তিনি চান কোনো সিনেমাতে ভারতীয় সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করতে। আর সেটাই নাকি তার স্বপ্নের চরিত্র।

তিনি বলেন, ‘আমি অপেক্ষায় আছি, কেউ এমন একটা গল্প নিয়ে আমার কাছে আসবে, যা আমাকে আবেগতাড়িত করে তুলবে। আমি এ ধরনের একটি চরিত্রে অভিনয় করতে চাই।’

রণবীর আরও বলেন, ‘আমি সেই মানুষদের শ্রদ্ধার্ঘ্য জানাতে চাই যারা দেশের জন্য প্রতিনিয়ত শত্রুপক্ষের সঙ্গে লড়াই করে চলেছেন। আমি সেই সেনার চরিত্রে অভিনয় করতে চাই। আর এভাবেই তাদের সম্মান জানাতে চাই।’

তিনি বলেন, ‘আমি তাদের সাহসিকতা, স্বার্থত্যাগকে সম্মান জানতে চাই। আমাদের সুরক্ষিত রাখার জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। আর সে কারণেই আমি কোনো সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে চাই।`

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি