রথিশচন্দ্র হত্যা মামলার রায় আজ
প্রকাশিত : ১০:৪৯, ২৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১০:৫১, ২৯ জানুয়ারি ২০১৯
রংপুরের আলোচিত রথিশচন্দ্র হত্যা মামলার রায় আজ। মামলার আসামি রথিশের স্ত্রী দীপা ভৌমিকের উপস্থিতিতে মামলার রায়ের দিন ধার্য করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম নিজামুল হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ মার্চ নিখোঁজ হন আইনজীবী রথিশচন্দ্র ভৌমিক। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হলে তদন্তে উঠে আসে রথিশের হত্যার কথা।
পরে স্ত্রী দীপা ও তার প্রেমিক কামরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী ৩ এপ্রিল একটি নির্মাণাধীন বাড়িতে পুঁতে রাখা রথিশের লাশ উদ্ধার করা হয়। ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেয়া হয়।
এতে পুলিশ অভিযোগ করে, পরকীয়া প্রেমের জেরে আসামিরা রথিশকে হত্যা করে। এরপর ২০১৮ সালের ১০ নভেম্বর কারাগারে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করে কামরুল। চাঞ্চল্যকর এই মামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনরা।
টিআর/
আরও পড়ুন