ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রদ্রিগেজ ইংল্যান্ডের বিপক্ষে অনিশ্চিত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ৩ জুলাই ২০১৮ | আপডেট: ১২:৪৩, ৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে মরিয়া ইংল্যান্ড। আর কোয়ার্টার ফাইনাল খেলার জন্য মরিয়া হয়ে উঠেছে কলম্বিয়াও। কলিম্বিয়া দলের তারকা খেলোয়াড় হামেস রদ্রিগেজ এই ম্যাচে অনিশ্চিত বলে জানা গেছে।

কলম্বিয়া দলের খবর খুব আশাব্যঞ্জক নয়। গেলো বারের গোল্ডেন বুট জয়ী হামেস রদ্রিগেজ ইংল্যান্ড ম্যাচে খেলতে পারবেন কিনা তা জানা নেই। সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় দলের সবচেয়ে বড় তারকাকে। ফলে হোসে পেকেরম্যানের দলের তুরুপে তাস এই ম্যাচে খেলবেন কিনা ঠিক নেই এখনও। যদিও এই ফরোয়ার্ডকে নিয়ে পেকেরম্যান আশা ছাড়ছেন না।

যদি কোনও কারণে রদ্রিগেজ খেলতে না পারেন তাহলে অধিনায়ক রাদামেল ফ্যালকাওয়ের পাশে লুইস মুরিয়েলকে খেলতে দেখা যেতে পারে। এদিকে তিউনিশিয়া ম্যাচের জয়ী একাদশ নামাতে চলেছেন ইংল্যান্ড কোচ সাউথগেট। সুখবর হচ্ছে, ডেলে আলি সুস্থ হয়ে দলে ফিরছেন।

কলম্বিয়া এবছর এখনও পাঁচটি গোল করেছে। তার মধ্যে তিনটি এসেছে সেট পিস থেকে। এদিকে ইংল্যান্ড ডেড বল সিচুয়েশন থেকে মোট ৬টি গোল করেছে। ফলে ফ্রি-কিক ও কর্নারের ক্ষেত্রে দুই দলকেই সতর্ক থাকতে হবে।

ইংলিশ অধিনায়ক হ্যারি কেন একাই পাঁচটি গোল করেছেন। এদিকে ফালকাও, রদ্রিগেজরা জ্বলে উঠলে অন্য কলম্বিয়াকে প্রত্যক্ষ করা যেতেই পারে।
এমনিতে কলম্বিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের রেকর্ড চমৎকার। পাঁচবারের দেখায় ইংল্যান্ড একবারও হারেনি। তিনটি জিতেছে, দুটি ম্যাচ ড্র করেছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি