ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

রদ্রিগোর জোড়া গোলে চেলসি বধ, সেমিতে রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ১৯ এপ্রিল ২০২৩

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর জোড়া গোলে দ্বিতীয় লেগে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে তারা।

এরআগে প্রথম লেগেও একই ব্যবধানে জিতেছিল রিয়াল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের ব্যবধানে শেষচারে জায়গা করে নেয় ব্লাঙ্কোসরা। 

স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের পুরোশক্তি দিয়ে চেষ্টা করেও রিয়ালকে রুখতে পারেনি ব্লুজরা। 

প্রথমার্থে নিজেদের জাল অক্ষত রাখতে পারলেও দ্বিতীয়ার্থের শুরুতে গোল খেয়ে বসে চেলসি। ম্যাচের ৫৮ মিনিটে ভিনিসিয়াসের পাসে গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগেজ। 

এরপর ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করলে ২-০ গোলের জয় পায় লস ব্লাঙ্কোসরা। ভিনিসিউসের কাছ থেকে বল পেয়ে এগিয়ে যান ভালভেরদে। চেলসি গোলরক্ষক আরিসাবালাগাকে এগিয়ে আসতে দেখে শট নেননি উরুগুয়ের এই মিডফিল্ডার। পাস দেন রুদ্রিগোকে, বাকিটা অনায়াসে সারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সেমিফাইনালে ম্যান সিটি ও বায়ার্নের মধ্যকার বিজয়ীর সঙ্গে খেলবে রিয়াল মাদ্রিদ।   

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি