ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

রনি-মালিকের ব্যাটে লড়াকু সংগ্রহ রংপুরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ১০ জানুয়ারি ২০২৩

চলতি বিপিএলের ৯ম আসরে শুরুটা জয় দিয়েই করে রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৪ রানে হারায় নুরুল হাসান সোহানের দল। আজ (১০ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে তারা।

ম্যাচে ফিফটি করেছেন শোয়েব মালিক। ৩৬ বলে হাঁকানো ৫টি চার ও ২টি ছক্কায় ৫৪ রানের ইনিংসে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে লড়াকু পুঁজি এনে দেন পাকিস্তানি এই ব্যাটার।

এছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে। ২৮ বলে পাঁচটি চার ও এক ছয়ের মারে ওই রান করেন রনি। আর শেষ দিকে মালিককে সঙ্গ দেয়া রবিউল হক করেন ১৫ বলে ১৮ রান।

ফরচুন বরিশালের পক্ষে এদিন মেহেদী মিরাজ ও চতুরঙ্গ ডি সিলভা ২টি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পান সাকিব, এবাদত ও করিম জানাত।

এর আগে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন দুপুরে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে নিমন্ত্রণ জানায় বরিশাল। 

এনএস/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি