ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

রপ্তানি আয়ে বড় ধরণের নেতিবাচক প্রভাব ফেলবে না হলি আর্টিজানে হামলা ও ব্রেক্সিটের ঘটনা

প্রকাশিত : ১৭:৪৭, ১৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৪৭, ১৫ জুলাই ২০১৬

হলি আর্টিজানে হামলা ও ব্রেক্সিটের ঘটনা দেশের রপ্তানি আয়ে বড় ধরণের নেতিবাচক প্রভাব ফেলবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, রপ্তানি আয়ে অগ্রগতির বড় কারণ হলো দেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনে উন্নয়ন। তবে, বিদেশীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে, তা দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে না। ২০১৫-১৬ অর্থ বছরে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১০ শতাংশ বেশি। এর মধ্যে ২৮ দশমিক ০৯ বিলিয়নই ছিল তৈরি পোষাক খাতের। তবে এরইমধ্যে গুলশানের হলি আর্টিজান বেকারিতে বিদেশীদের উপর হামলা এবং যুক্তরাজ্যের ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রভাবে খানিকটা ধাক্কা খেয়েছে রপ্তানি খাত। এনিয়ে অনেকে শঙ্কা জানালেও, ব্যবসায়ী নেতারা বলছেন ভিন্ন কথা। সহমত অর্থনীতিবিদদেরও। তবে দেশের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে চাইলে বিদেশীদের নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই, তাও মনে করিয়ে দেন তারা। ২০১৬-১৭ অর্থবছরে ৩৭ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি