ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ১৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৩:৪৬, ১৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

নতুন করে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। প্রতিষ্ঠানটিতে দুটি পদে এ নিয়োগ দেওয়া হবে।

পদসমূহ:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী পরিচালক পদে (৬জন) এবং গবেষণা কর্মকর্তা পদে (২জন) কে এ নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মার্কেটিং/ অর্থনীতি/ সমাজবিজ্ঞান/ পরিসংখ্যান/ ব্যবস্থাপনা/ ব্যবসায়-প্রশাসন/ লোকপ্রশাসনে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তরা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি, তিন বছর মেয়াদি অনার্সসহ এক বছর মেয়াদি স্নাতক ডিগ্রির সমতুল্য হিসেবে গণ্য হবে।

বেতন:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উভয় পদে নিয়োগপ্রাপ্তরা ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা স্কেলে মাসিক পাবেন।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.epb.gov.bd)  থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করে ডাকযোগে সচিব, রপ্তানি উন্নয়ন ব্যুরো, টিসিবি ভবন (পঞ্চম তলা), ১ কারওয়ান বাজার, ঢাকা ঠিকানায় পাঠাতে হবে। তবে সরাসরি কিংবা অন্য কোনো উপায়ে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের সময়:

আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ সেপ্টেম্বর, ২০১৭-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

 

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন: 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি