ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রবীন্দ্রগুণী সম্মাননা পেলেন তিনজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ২৮ জানুয়ারি ২০১৮

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র মননধর্মী সংগঠন ‘খামখেয়ালী সভা’পক্ষ থেকে বাংলাদেশ ভারতের তিন রবীন্দ্রগুণীকে সম্মাননা দেওয়া হয়েছে। তারা হলেন অধ্যাপক ড. করুণাময় গোস্বামী, অধ্যাপক মঞ্জুলা বসু (ভারত) এবং রবীন্দ্র সঙ্গীতশিল্পী মিতা হক।

শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে খামখেয়ালী সভার চতুর্থ বর্ষপূর্তীতে এ সম্মাননা দেওয়া হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রগুণী ও ভাষাসংগ্রামী আহমদ রফিক।

অনুষ্ঠানে বক্তরা রবীন্দ্রচিন্তার প্রচার ও প্রসারের বিষয়ে কথা বলেন।

সম্মাননা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী বুলবুল ইসলাম, অদিতি মহসিন, জাকির হোসেন তপন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি