ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন

প্রকাশিত : ২০:৩০, ৮ মে ২০১৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৯১৩ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল বিজয়ী হয়ে প্রথম বাংলা ভাষাকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন। বিশ্ব সাহিত্য, শান্তি, কর্ম, ও সৃষ্টিতে তার ভুমিকা অনবদ্য। বাংলাদেশের স্বাধীনতা অর্জনেও তার ভুমিকা অপরিসীম।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রতি সম্মান জানিয়ে তার লেখা আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে মনোনীত করেছিলেন। তার প্রতি আমরা চির কৃতজ্ঞ। সুন্দর ও শান্তিময় পৃথিবী গড়তে তার দেখানো পথ আমাদের অনুসরন করতে হবে।

এজন্য স্মৃতি বিজরিত শাহজাদপুরে রবীন্দ্র চর্চার দ্বার উম্মোচনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি মঙ্গলবার দুপুরে কবির ১৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে রবীন্দ্র মিলেনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার আহমেদ শামীমের সভাপতিত্বে স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, ইউএনও নাজমুল হোসাইন খান, প্রমুখ বক্তব্য রাখেন।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি