ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

রমজান মাসে পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্যমন্ত্রীর চিঠি

প্রকাশিত : ২১:৪৩, ২২ এপ্রিল ২০১৯

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ১৭ এপ্রিল বিভাগীয় কমিশনারদের চিঠি দিয়েছে। চিঠিতে রমজান মাসের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভোক্তা জনসাধারণের কাছে ন্যায্যমূল্যে মান সম্পন্ন পণ্য সরবরাহের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া স্থানীয় পর্যায়ে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং জেলা ও উপজেলায় বাজারে পণ্য সরবরাহ ও মজুত অটুট রাখা, নির্বিঘ্নে পণ্য পরিবহন, অবৈধ মজুদ প্রতিরোধ এবং পণ্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি