রমজান সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে জেলা প্রশাসনের বিশেষ অভিযান
প্রকাশিত : ১১:৪২, ৩১ মে ২০১৬ | আপডেট: ১১:৪২, ৩১ মে ২০১৬
রমজান সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে জেলা প্রশাসনের বিশেষ অভিযান। প্রথম দিন সোমবার চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারে অভিযান চালিয়ে ৩ হাজার বস্তা মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর জব্দ করা হয়েছে। জব্দ করা খেজুরের মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
রমজানে নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের জেলা প্রশাসন। এর অংশ হিসাবে সোমবার দুপুরে চট্টগ্রামের বৃহৎ কাঁচাবাজার রিয়াজ উদ্দিন বাজারে অভিযান চালায় জেলা প্রশাসনের মনিটরিং সেলের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিত্বে রিয়াজ উদ্দিন বাজারের চৈতন্যগলি এলাকায় টিএটিসি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে বিপুল পরিমান পচা খেজুরের খোঁজ পায় জেলা প্রশাসনের মনিটরিং টিমের সদস্যরা।
জব্দ করা এসব খেজুরের আমদানী কারক খাতুনগঞ্জের ট্রেড লিংক এজেন্সী। প্রতিটন খেজুর ৫৬০ডলার করে ২৮৮ মে.টন খেজুর আমদানী করা হয় দুবাই থেকে। রিয়াজ উদ্দিন বাজারের হোসাইন এন্ড ব্রাদার্স নামে একটি সিএন্ডএফ এজেন্ট চলতি বছরের ১০ ফেব্রুয়ারী এসব খেজুর চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে। খালাসের পর রিয়াজ উদ্দিন বাজারের চৈতন্যগলি এলাকার রনক জাহানের মালিকানাধীন টিএটিসি কোল্ড স্টোরেজে গুদাম জাত করে।
তবে আমদানীকারকের দাবী জব্দ করা খেজুরের মান ভালো।
এদিকে কোল্ড স্টোরজে থাকা খেজুর খাওয়ার অনুপোযোগী, পঁচা এবং নিম্ম মানের হওয়ায় সেগুলি জব্দ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
কোল্ড স্টোরেজ থেকে জব্দ করা কিছু খেজুর পরীক্ষার জন্যে নিয়ে যায় জেলা প্রশাসন। পরে ওই গুদামটি সীলগালা করে দেয়া হয়।
আরও পড়ুন