রমজানে ঢাকায় আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৬:৫৪, ৫ মার্চ ২০২৫

রমজান মাসে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
আজ বুধবার ( ৫ মার্চ) এ সংক্রান্ত একটি চিঠি পেট্রোবাংলাকে দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ওই চিঠিতে সই করেন উপসচিব মোহাম্মদ রুবায়েত খান।
চিঠিতে উল্লেখিত সময়সূচির মধ্যে ঢাকা শহরের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এমবি//
আরও পড়ুন