রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
প্রকাশিত : ১৭:১৮, ২৮ মে ২০১৭ | আপডেট: ১৮:০৫, ২৮ মে ২০১৭
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সভায় মেয়র বলেন, প্রতিবারই রমজানকে ঘিরে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দেয়। এতে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে ভুগতে হয় সাধারণ ক্রেতাদের। অতিরিক্ত মুনাফা লাভের মানসিকতা ত্যাগের পাশাপাশি ভেজাল খাবার বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানান মেয়র। মতবিনিময় সভায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন