রমজানে স্বাভাবিক থাকবে বিদ্যুত সরবরাহ
প্রকাশিত : ১৮:৩০, ২৬ মে ২০১৭ | আপডেট: ১৯:৫২, ২৬ মে ২০১৭
ক্রমান্বয়ে বিদ্যুত পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং রমজানে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে পিডিপিকে হোল্ডিং কোম্পানি করা হচ্ছে। সকালে চট্টগ্রাম বিভাগের প্রি পেমেন্ট মিটারিং ভেন্ডিং স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ’সব কথা বলেন।
বিদ্যুত উন্নয়ন বোর্ড-পিডিবি’র চট্টগ্রাম মহানগরী এলাকায় বিক্রয় ও বিতরণ বিভাগের অধীন চারটি প্রি পেমেন্ট মিটারি ভেন্ডিং স্টেশন চালু করতে এই সভার আয়োজন করা হয়। এতে মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পিডিবি’র আগ্রাবাদ, পাহাড়তলীসহ বিভিন্ন সাব স্টেশনের উর্ধ্বতন কর্মকর্তাসহ যোগ দেন বিপুল সংখ্যক গ্রাহক।
অনুষ্ঠানে বক্তৃতায় বিদ্যুত প্রতিমন্ত্রী চট্টগ্রামে বিদ্যুত কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। আগামী বছরের মার্চের মধ্যে চট্টগ্রাম মহানগরীকে প্রি পেমেন্ট সিস্টেমের আওতায় আনার নির্দেশ দেন তিনি।
নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবারহ নিশ্চিত করতে ট্রান্সফরমার এবং সঞ্চালন লাইন পরিবর্তন করে দ্রুত ভুগর্ভস্থ ব্যবস্থায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
বিদ্যুত সরবরাহ ক্রমান্বয়ে স্বাভাবিক হচ্ছে জানিয়ে নসরুল হামিদ বলেন, বিতরণ ব্যবস্থার উন্নয়নে পিডিপিকে হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া চলছে।
পরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামের বিক্রয় ও বিতরণ বিভাগের চারটি প্রি পেমেন্ট মিটারিং ভেন্ডারিং স্টেশন উদ্বোধন করেন।
আরও পড়ুন