ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

রমজানের বিশেষ শো ‘উৎকর্ষতায় মুসলিম’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ৬ এপ্রিল ২০২২

পবিত্র মাহে রমজান উপলক্ষে শুরু হয়েছে জীবন-ঘনিষ্ঠ বিশেষ ইসলামিক শো 'উৎকর্ষতায় মুসলিম’। রমজান মাস-জুড়ে প্রতিদিন বিকেল ৪টায় দর্শকরা এ অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন একটি টেলিভিশন চ্যানেলে। 

এছাড়া আধাঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠানটি প্রতিদিন ভোর ৪টা ৪০ মিনিটে অনুষ্ঠানটি পুনঃপ্রচারও হবে। শো’টিতে কোরআন ও সুন্নাহর আলোকে একজন আদর্শ মুসলিম হিসেবে বেড়ে উঠা এবং পরিবার, প্রতিষ্ঠান ও সমাজ গড়ার উপায় নিয়ে আলোচনা করা হবে। 

অনুষ্ঠানে প্রখ্যাত সব ইসলামি গবেষক ও চিন্তাবিদরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানের সঞ্চালনা ও পরিকল্পনায় রয়েছেন ইসলামিক গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব এবং ‘মুসলিম রিসার্চ সেন্টার’ এর প্রেসিডেন্ট ও কো-ফাউন্ডার মুহাম্মাদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন। 

‘উৎকর্ষতায় মুসলিম’ শো’র বিষয়বস্তুর মধ্যে থাকছে, ‘শিশুদের বিকাশে বাবা-মায়ের ভূমিকা’, ‘স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক উন্নয়ন’, ‘বাচনভঙ্গি ও স্বভাব পরিবর্তন’, ‘আদর্শ ব্যবসায়িক প্রতিষ্ঠান গঠনে করণীয়’, ‘শান্তিময় সমাজ গঠনে প্রকৃত মুসলমানের ভূমিকা’, ‘সংযম ও গুনাহ থেকে বাঁচার উপায়’, ‘মুমিনের চারিত্রিক গুণাবলি উপস্থাপন’ ইত্যাদি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি