ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রহস্যময় সমাধিক্ষেত্র, এক সঙ্গে ৫০টি মমি

প্রকাশিত : ১৫:১১, ৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

মিশরে আবার নতুন রহস্য। খোঁজ পাওয়া গেল এক প্রাচীন সমাধিক্ষেত্রের, যেখানে পাওয়া গেল একসঙ্গে ৫০টি মমি।

মিশরের রাজধানী কায়রো নগরীর দক্ষিণে মিনিয়া নামক স্থানে সন্ধান পাওযা গেছে এই সমাধিক্ষেত্রের। প্রত্নবিদদের মতে, এই সমাধিক্ষেত্রটি টলেমি শাসনকালের (৩০০ খ্রিস্টপূর্বাব্দ ও পরবর্তী)।

সমাধিক্ষেত্রের ভিতরে চারটি ৯ মিটার গভীর প্রকোষ্ঠ পাওয়া গেছে। এই কুঠুরিগুলোর ভিতরেই মমিগুলো রয়েছে। আশ্চর্যের বিষয়, মমিগুলোর মধ্যে ১২টিই শিশুর।

মিশরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিজ-এর সেক্রেটারি-জেনারেল মোস্তাফা ওয়াজিরি জানিয়েছেন, মমিগুলো রহস্যময়। কারণ এগুলো ঠিক কাদের, তা জানা যাচ্ছে না। কোনও লিপি এই সমধিক্ষেত্রে পাওয়া যায়নি। তবে সমাধির ধরন-ধারণ দেখে মনে হচ্ছে, এগুলো সাধারণ মানুষের কবর নয়।

বেশ কিছু মমি কাপড়ে মোড়া, আবার কিছু মমি পাথরের কফিনে বন্দি। কয়েকটি কাঠের শবাধারও পাওয়া গেছে বলে জানিয়েছে মিশরের প্রত্নমন্ত্রক।

প্রসঙ্গত, ২০১৮ সাল জুড়ে মিশরে একের পরে এক প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। ২০১৯-এ এটাই প্রথম আবিষ্কার।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি